প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় আরও ৯ জন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ২৬

Mithu Murad | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২০

ছবি: সংগৃহীত

দৈনিক প্রথম আলোডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এই ঘটনায় মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়াল ২৬-এ।

এর আগে সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছিল, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। তবে মূল অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি।

রোববার রাতে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। আদালত সোমবার ১৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. নজরুল ইসলাম জানিয়েছেন, ১৮ ডিসেম্বর রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় এবং ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। দুই প্রতিষ্ঠানে হামলার ঘটনায় থানা পুলিশ, ডিবি, সিটিটিসি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাইম, আকাশ আহমেদ সাগর, আব্দুল আহাদ, বিপ্লব, নজরুল ইসলাম ওরফে মিনহাজ, মো. জাহাঙ্গীর, মোহাম্মদ সোহেল রানা, মো. হাসান, রাসেল ওরফে সাকিল, আব্দুল বারেক শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা, শফিকুল ইসলাম, মো. প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান।

পুলিশ জানিয়েছে, সামাজিক মাধ্যমে হামলাকারীদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, তবে তারা এখনও অধরা। এছাড়া উস্কানি ও সহিংসতা ছড়ানোর সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।

মামলায় উল্লেখ করা হয়েছে, হামলা, ভাঙচুর ও লুটপাটের সময় ক্ষয়ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা। এদের মধ্যে লুট করা সম্পদের মূল্য দুই কোটি ৫০ লাখ টাকা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top