বিজয় দিবসে গিনেস রেকর্ড: পতাকা হাতে প্যারাস্যুটিং করে নাম লিখালো বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩

সংগৃহীত

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনটি আরও গর্বময় হয়ে উঠেছে, যখন বাংলাদেশি প্যারাট্রুপাররা গিনেস বুকে নাম লিখিয়েছে। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের রেকর্ড গড়ে ৫৪ জন প্যারাট্রুপার ১২ হাজার কিলোমিটার উচ্চতা থেকে পতাকা নিয়ে মাটিতে অবতরণ করেন।

এই অভিনব কৃতিত্বে লাল-সবুজ জাতির পতাকার নাম গিনেস বুকে স্থান পেয়েছে। অনুষ্ঠান পরিচালনা ও প্যারাট্রুপারদের প্রশিক্ষণের মাধ্যমে এই বিশ্বরেকর্ডের সফল বাস্তবায়ন নিশ্চিত হয়।

প্যারাট্রুপাররা এই মহাকাব্যিক কৃতিত্বের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। সামাজিক ও অনলাইন মাধ্যমে এই রেকর্ডের খবর ছড়িয়ে পড়েছে এবং দেশজুড়ে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top