জামায়াত প্রার্থীর দাবি: মুক্তিযুদ্ধের ইতিহাস ৯০ ভাগ মিথ্যা!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭
মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। কুষ্টিয়া-৩ আসনের এই প্রার্থী বিজয় র্যালিতে বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনী লেখা, এগুলোর ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। তিনি বদরুদ্দীন উমরের ইতিহাস পড়ারও পরামর্শ দেন।
জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি দাবি করেন, জামায়াত ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। তিনি আরও বলেন, এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি।
আমির হামজা বলেন, আজকের এই র্যালির উদ্দেশ্য হলো, দেশকে ভারতের তাবেদারমুক্ত করে স্বাধীনচেতা হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি এটিকে স্বাধীনতার পক্ষে থাকার বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন।
তিনি দেশকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে বলেন, পেছনের ইতিহাস পেছন দিকে টানা ঠিক না, সবাই আমরা এক। তবে বিজয় দিবসের মতো দিনে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এমন মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।