শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির লাশ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির লাশ দেশে আনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে তার লাশ ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দ্বিতীয় জানাজা শেষে দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর দেশে পৌঁছে।

শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে দেশে ও বিদেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

এদিকে ওসমান শরিফ হাদির মৃত্যুতে সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে শোক পালনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ওই দিন সকল সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া শুক্রবার দেশের মসজিদ, মন্দিরসহ সকল উপাসনালয়ে হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top