সাদা শেরওয়ানিতে শাকিব খান: শহর কাঁপাতে আসছেন 'প্রিন্স'
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৩
ঢালিউডে শাকিব খান মানেই আলোচনার ঝড়। বুধবার রাতে ধবধবে সাদা রাজকীয় পোশাকে মেগাস্টারের নতুন লুক মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
এই রাজকীয় লুকের সাথে শাকিব দিয়েছেন এক রহস্যময় বার্তা। তিনি লিখেছেন— ‘যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নীরবতা অনেক বেশি জোরালো শোনায়।’ তাঁর এই গভীর জীবনদর্শন ভক্তদের মনে নতুন কৌতূহল উসকে দিয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে 'বরবাদ' সিনেমার জনপ্রিয় সংলাপ ‘জিল্লু মাল দে’ বলে দর্শকদের মাতিয়েছেন তিনি। শাকিব জানিয়েছেন শুধু সিনেমা নয়, রিয়েল লাইফেও অনেক ‘জিল্লু’ তাঁকে ভালোবাসা দিয়ে আগলে রাখে।
কাজের খবর হলো, ডিসেম্বরেই আসছে দুর্নীতিবিরোধী অ্যাকশন মুভি ‘সোলজার’। এছাড়া এ মাসেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। শুটিংয়ের প্রথম দিনেই সামনে আসবে তাঁর আরও একটি নতুন লুক। শহর কি কাঁপাতে পারবেন শাকিব খান?
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।