বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

মেয়ে জাইমাকে নিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩

সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে অবশেষে অপেক্ষার অবসান। আগামী ২৫শে ডিসেম্বর বেলা ১১টার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন, তারেক রহমান লন্ডন থেকে সরাসরি ঢাকা আসবেন না। তিনি প্রথমে সিলেটে যাত্রাবিরতি করে তারপর ঢাকায় পৌঁছাবেন।

তারেক রহমানের সাথে এই যাত্রায় তাঁর মেয়ে জাইমা রহমানও থাকছেন। বাবার সাথে দীর্ঘদিন পর তাঁরও এই স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নেতা-কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

২০০৮ সালে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পর এবারই প্রথম ফিরছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে' ২৫ তারিখেই দেশের মাটিতে পা রাখবেন তাঁদের নেতা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে এরই মধ্যে বিশাল প্রস্ততি গ্রহণ করেছে বিএনপি। নিরাপত্তা এবং সংবর্ধনা নিয়ে চলছে শেষ মুহূর্তের আয়োজন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top