শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

উদীচী ও ছায়ানট: দেশে সংস্কৃতির ওপর হামলার ছায়া, বিক্ষোভ শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭

সংগৃহীত

ঢাকার প্রতিটি রাস্তায় আজ প্রতিধ্বনিত হচ্ছে—সংস্কৃতির উপর আঘাত। ছায়ানট সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী কেন্দ্র—দুটি প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ। পুড়ে গেছে হারমোনিয়াম, বই, নথিপত্র। এমন ঘটনা শুধু স্থানীয় নয়, এটি আমাদের সামাজিক ও সাংস্কৃতিক চিন্তার পরীক্ষা।

ঢাকার তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়। আগুন লেগেছে গেল বৃহস্পতিবার রাতে। একদল মানুষ প্রবেশ করে কার্যালয়ে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত, কোনো হতাহতের খবর নেই।

ঠিক একদিন আগে, ধানমন্ডিতে ছায়ানট সাংস্কৃতিক কেন্দ্রেও হামলা ও অগ্নিসংযোগ হয়েছিল। ভাঙচুরের সময় পুড়ে গেছে হারমোনিয়াম, তানপুরা, সেতারসহ গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র, বই ও নথিপত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের প্রতিটি কক্ষে ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট দেখা গেছে।

উদীচী ও ছায়ানটের মতো সংগঠনগুলো দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীন চিন্তার কেন্দ্র। তাদের ওপর হামলা শুধু স্থানীয় সমস্যা নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও চিন্তার বিষয়। উদীচী কেন্দ্রীয় সংসদ বিক্ষোভ মিছিল করেছে। জনগণ সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে।

সংস্কৃতি, স্বাধীনতা ও গণতন্ত্র আমাদের রক্ষা করতে হবে। হামলা বা আগুন শুধু ধ্বংসই করে না, আমাদের সতর্ক হওয়ার, প্রশ্ন করার ও প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানায়। এটি আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত একটি সতর্কবার্তা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top