শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

দেশের প্রথম বিমান বাহিনী প্রধান এ কে খন্দকারকে শেষ বিদায়

মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক এ কে খন্দকারের প্রয়াণে জাতির শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৭:২০

সংগৃহীত

বাংলাদেশের আকাশসীমা রক্ষার কারিগর এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সেনানী আর নেই। মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বার্ধক্যজনিত কারণে ৯৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই বীর উত্তম। ১৯৭১ সালে তিনি ছিলেন মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ। কিংবদন্তি ‘কিলো ফ্লাইট’-এর কমান্ডার হিসেবে তার নেতৃত্ব আমাদের স্বাধীনতা সংগ্রামকে করেছিল আরও বেগবান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় তিনি বলেছেন, এ কে খন্দকার ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, যিনি সত্য ইতিহাস তুলে ধরতে গিয়ে ফ্যাসিবাদী শাসনামলে রোষানলের শিকার হয়েছিলেন, তবুও আদর্শ থেকে বিচ্যুত হননি।

দেশপ্রেম, সততা আর সাহসিকতার এক মূর্ত প্রতীক ছিলেন তিনি। ২০১১ সালে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা পদক’ প্রদান করা হয়। বার্ধক্য তাকে থামিয়ে দিলেও, তার অবদান লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসের সোনালী অক্ষরে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top