মায়ের কাছে তারেক রহমান: এভারকেয়ার হাসপাতালে আবেগঘন দৃশ্য
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০
১৭ বছরের নির্বাসন, ৬ হাজার ৩১৪ দিনের দীর্ঘ প্রতীক্ষা—সবকিছুর অবসান ঘটল একটি দরজার ওপাশে। বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশ করলেন তারেক রহমান।
বিকেল সাড়ে ৪টার দিকে ৩০০ ফিটের গণসংবর্ধনা শেষ করেই সরাসরি হাসপাতালের পথে রওনা হন তিনি। তাঁর আগেই ৫টা ১০ মিনিটে হাসপাতালে পৌঁছান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এভারকেয়ারের নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন তারেক রহমান। বিমানবন্দরে মাটির ঘ্রাণ নেওয়া থেকে শুরু করে ৩০০ ফিটের জনসমুদ্র জয়—সবই যেন ছিল এই একটি মুহূর্তের জন্য। সিসিইউতে চিকিৎসাধীন সংকটাপন্ন মায়ের শিয়রে যখন দীর্ঘ ১৭ বছর পর মেজ ছেলে দাঁড়ালেন, সেখানে তৈরি হয় এক অপার্থিব আবেগ।
হাসপাতালে যাওয়ার আগে জনসভায় তারেক রহমান দেশবাসীকে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা শান্তি চাই, কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। নিরাপদ বাংলাদেশ গড়ার যে শপথ তিনি নিয়েছেন, তার প্রথম ধাপটিই ছিল এই পারিবারিক পুনর্মিলন। হাসপাতাল থেকে তারেক রহমান যাবেন গুলশানের সেই বাড়িতে, যেখানে শুরু হবে তাঁর জীবনের নতুন এক অধ্যায়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।