সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর নেই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:২৭
টাঙ্গাইল-৫ (সদর) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের জনপ্রতিনিধি এবং জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ। সামরিক জীবনের পর তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে প্রশাসন ও আইনশৃঙ্খলা খাতে তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।