বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

ক্রিকেটারদের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ

বিসিবির পরিচালক নাজমুল ইসলামকে শোকজ

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৬, ১৩:২৯

ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

গতকাল বুধবার নাজমুল ইসলাম ক্রিকেটারদের উদ্দেশে বলেন, “ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে আমরা যে এতো কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাই না?” এই মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা আল্টিমেটাম দিয়ে বলেন, পদত্যাগ না করলে সকল ক্রিকেট কার্যক্রম স্থগিত রাখা হবে।

বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই মন্তব্য সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ক্রিকেটারদের প্রতি সম্মান, পেশাদারিত্ব ও ক্রিকেটকে বিকশিত করার মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিসিবি উল্লেখ করেছে, “বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায় চলছে। ক্রিকেটাররাই বোর্ডের আওতায় পরিচালিত সকল কার্যক্রমের প্রাণশক্তি। আমরা আশা করি ক্রিকেটাররা পেশাদারিত্ব বজায় রেখে টুর্নামেন্টের সফল সমাপ্তিতে সহযোগিতা করবেন।”

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, “নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য গ্রহণযোগ্য নয়। একজন পরিচালক হিসেবে তার বক্তব্য পুরো ক্রিকেটাঙ্গনকে আঘাত করেছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top