বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

নাসিরউদ্দীন পাটোয়ারীর উদ্যোগ

‘চাঁদাবাজ ডটকম’ ও জাতীয় হটলাইন চালু করবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৬, ১৪:০৯

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী সারাদেশে ছড়িয়ে পড়া চাঁদাবাজি ও দুর্নীতির লাগাম টানতে ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং জাতীয় হটলাইন চালু করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার সময় এই ঘোষণা দেন তিনি। তার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ঢাকা-৮ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসিরউদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অপরাধীদের মুখোশ উন্মোচন করা সম্ভব হবে এবং সাধারণ মানুষ নির্ভয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি বলেন, “আমরা একটি বিশেষ ডেটাবেজ তৈরি করছি, যেখানে নাগরিকরা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রমাণ সহ অভিযোগ জানাতে পারবেন। যারা এসব তথ্য দেবেন, তাদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”

তিনি আরও জানান, পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পর তা সংশ্লিষ্ট ব্যক্তির সামনে উপস্থাপন করে রাজনৈতিকভাবে বয়কট করার হুঁশিয়ারি দেওয়া হবে। তার ভাষ্য,“আমরা একগাদা প্রমাণ নিয়ে ওদের (চাঁদাবাজদের) মুখের ওপর গিয়ে বলবো—এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন।”

নাসিরউদ্দীন পাটোয়ারী জানান, অতি শীঘ্রই এই জাতীয় হটলাইন ও ওয়েবসাইট জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। তাঁর লক্ষ্য সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করা।

বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর চলমান চাঁদাবাজি বন্ধ করতে তিনি এই প্রযুক্তিগত সমাধানটি ভাবছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে, তবে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

ঢাকা-৮ আসনের এই প্রার্থী মনে করেন, কেবল মৌখিক প্রতিবাদে চাঁদাবাজি বন্ধ হবে না; প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিলে অপরাধীরা কোণঠাসা হবে। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি এই উদ্যোগের কথা প্রচার করছেন এবং জয়ী হোক বা না হোক নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে এই সেবা সচল রাখার অঙ্গীকার করেছেন।

তিনি বিশ্বাস করেন, প্রযুক্তি ও জনসচেতনতা কাজে লাগিয়ে এই উদ্যোগ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top