তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন, ভিভিআইপি নিরাপত্তার চিন্তা সরকারের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। সরকার তাকে ভিভিআইপি ঘোষণা করে এসএসএফের নিরাপত্তা দেওয়ার বিষয়ে ভাবছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, এভারকেয়ার হাসপাতালে ‘সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ইতোমধ্যেই ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়েছে।
একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তার জন্য বিভিন্ন ইউনিটকে দায়িত্ব দেয়া হয়েছে। সরকার তাকে ভিভিআইপি প্রটোকল দেয়ার বিষয়ে ভাবছে, এবং তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত হবে।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটে তারেক রহমানসহ তার পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারা থাকবেন। নিরাপত্তার কারণে ফ্লাইটের দুই কেবিন ক্রুকে সরিয়ে নতুন ক্রু নিযুক্ত করা হয়েছে।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে তাকে ভিভিআইপি ঘোষণা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছিল অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, “উন্নত চিকিৎসা, নিরাপত্তা ও উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা হয়েছে।”
এবার সরকারের লক্ষ্য, তারেক রহমানকেও দেশে ফিরলে একই ধরনের নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।