সামাজিক মাধ্যমে ভাইরাল শরিফ হাদি-আইনজীবী সম্পর্কের ছবি, প্রশ্ন উঠল রাজনৈতিক পরিচয় নিয়ে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং এবি পার্টির সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ-এর ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় তাদের আওয়ামীপন্থী আইনজীবী নাজিরুল কবির-এর সঙ্গে অবস্থান করছে।
লন্ডন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের সোমবার (২২ ডিসেম্বর) ফেসবুকে শেয়ার করা একটি কোলাজে ছয়টি ছবি রয়েছে।其একটিতে নাজিরুল কবিরের সঙ্গে হাদি, অন্যটিতে হাদি ও হাসনাত, আরেকটিতে ফুয়াদ এবং আরেকটিতে যুগান্তর পত্রিকার সম্পাদক ও কবি আবদুল হাই শিকদারকে দেখা গেছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত নুর মোহাম্মদ-র সঙ্গে নাজিরুলের ছবিও রয়েছে।
ছবির ক্যাপশনে জুলকারনাইন সায়ের প্রশ্ন তুলেছেন, ‘পতিত স্বৈরাচারের সমর্থকদের সাথে হাদি-হাসনাত-ফুয়াদদের কারা পরিচয় করিয়ে দেয়?’
ভাইরাল ছবির বিষয়ে সাক্ষাৎকারে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, “ছবি নাম্বার ৪ যুগান্তর অফিসে তোলা। একটি ইন্টারভিউর সময় নাজিরুল কবিরের সঙ্গে পরিচয়। পেশায় তিনি আইনজীবী। হাদির সঙ্গে যে ছবি, তা তাঁর চেম্বারে তোলা হয়েছে, আমি আইনি পরামর্শ নিতে গিয়েছিলাম। আমি তার আওয়ামী সংশ্লিষ্টতা জানতাম না। যুগান্তরের সম্পাদকও তা জানতেন না।”
এই ঘটনায় সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে যে, কীভাবে রাজনৈতিক পরিচয় অজানা থাকা সত্ত্বেও বিভিন্ন দলীয় নেতাদের সঙ্গে নাজিরুলের ছবি ভাইরাল হলো।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।