বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

যশোর-২: জামায়াতে ইসলামী প্রার্থীসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৮:২৬

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের দুই আসনে (যশোর-১: শার্শা, যশোর-২: ঝিকরগাছা-চৌগাছা) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। এতে যশোর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে চার প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তাদেরকে তথ্য হালনাগাদের জন্য সময় দেওয়া হয়েছে।

যশোর-১ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিএনপি মনোনীত নুরুজ্জামান লিটন ও জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আলম চঞ্চলের বিষয়ে তথ্য হালনাগাদের জন্য আপিলের সুযোগ রাখা হয়েছে। এই আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ আজীজুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তিয়ার রহমানের মনোনয়ন।

যশোর-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত সাবিরা সুলতানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, বাসদ’র ইমরান খান ও এবি পার্টির রিপন মাহমুদ। বাতিল হওয়া প্রার্থীরা জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করে তারা আপিল করবেন।

যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান জানান, পর্যায়ক্রমে বাকী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ৪ জানুয়ারির মধ্যে ৬টি আসনের যাচাই সম্পন্ন হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top