আওয়ামী লীগ থেকে যোগ দিলে দায়িত্ব নেবে জামায়াত:লতিফুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৮:৪৯
আওয়ামী লীগ ও বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানিয়ে দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফাটাপাড়া মদনমোড় এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি বলেন, “আওয়ামী লীগ বা বিএনপি থেকে যারা যোগ দেবেন, তাদের সব দায়দায়িত্ব আমরা নেব। জেলখানা, থানাসহ যেকোনো দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ।”
লতিফুর রহমান আরও বলেন, “আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল কার্যকর হবে না। এখনকার জামায়াত অনেক শক্তিশালী।” সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা ভিডিওতে তিনি জানান, নবাবগঞ্জের সমগ্র সমস্যা তিনি দেখবেন এবং যোগদানের জন্য নেতাদের নির্দ্বিধায় আসার আহ্বান জানান।
তিনি স্পষ্ট করেন, নেতা পর্যায়ে কেউ এখনও জামায়াতে যোগ দেয়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।