বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

টিকটকার ‘প্রিন্স মামুন’-এর জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৯:১৪

সংগৃহীত

ওমরাহ পালনের কারণে আদালতে হাজির না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় টিকটকার আব্দুল্লাহ আল মামুনের (প্রিন্স মামুন) জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

মামুনের বিরুদ্ধে লায়লা আখতার ফরহাদকে বাসায় ঢুকে মারধরের অভিযোগ রয়েছে। আদালতে বাদীপক্ষের আইনজীবী দাবি করেন, মামুন আগের মামলা ও সাধারণ ডায়েরি তুলে নিতে হুমকি দিয়েছেন এবং ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছেন।

আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন এবং মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ৫ মার্চ দিন ধার্য করেন।

 

 এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top