মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তির অপচেষ্টা চলছে: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১০:১০

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশবিরোধী শক্তি নির্বাচন বানচালের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতায় লিপ্ত রয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল–এ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া ও শোক সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “কথিত একটি রাজনৈতিক দল, যারা কখনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারা মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন-সহিংসতা ও নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। জনগণের পালস বুঝতে পেরে জামানত বাজেয়াপ্তের ভয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা। এছাড়া, দেশ ও দেশের বাইরে কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত।”

তিনি আরও বলেন, “এই যে কথা বলতে পারছি, নির্বাচন করতে পারছি, সবই বেগম জিয়ার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করেছেন।”

মির্জা আব্বাস বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, সোশ্যাল মিডিয়ায় শুধু লাইক বা শেয়ার দিয়ে থেমে না থেকে যুক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাতে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংকে যথাযথ নিয়ম মেনে ১১টি কার্ড নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে প্রচার করা হয় যেন শুধু আমার এলাকায় নির্বাচন হচ্ছে।”

ঢাকা-৮ আসনের প্রতিপক্ষ জোটের এক প্রার্থীর দিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, “তিনি একজন অপরিপক্ক ব্যক্তি। এমন অপরিপক্ক লোক সংসদে গেলে কী হবে, আল্লাহই জানেন।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top