রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন চ্যানেল আই
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯
রংপুর রাইডার্স-বিএসজেএ (বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। সোমবার জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চ্যানেল ২৪কে হারিয়ে চ্যানেল আই শিরোপা জিতেছে। গত আসরের চ্যাম্পিয়নও ছিলেন তারা।
সিক্স এ সাইড ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে চ্যানেল ২৪ মাত্র ৩২ রানে অলআউট হয়। রান তাড়ায় মাত্র ২.৩ ওভারেই চ্যানেল আই লক্ষ্য পূরণ করে ৫ উইকেটে জয় নিশ্চিত করে। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সুব্রত গাইন।
অন্যদিকে, চ্যানেল ২৪-এর আদদ্বীন সজীব টুর্নামেন্ট সেরা হন। তিনি ৫ ম্যাচে ১১৫ রান করেছেন এবং ৪ উইকেট নিয়েছেন।
ফাইনাল শেষে প্রধান অতিথি রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ইশতিয়াক সাদেক পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু। এছাড়া বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস.এম. সুমন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রায়হান আল মুঘনি এবং দুই সিনিয়র সদস্য কাশীনাথ বসাক ও দিলু খন্দকার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইশতিয়াক সাদেক বলেন, “বিএসজেএর দারুণ উদ্যোগ এই টুর্নামেন্ট। ভবিষ্যতেও আমরা পার্টনার হিসেবে তাদের সঙ্গে থাকতে চাই। আশা করি, আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন হবে।”
বিসিবি পরিচালক ফাহিম বলেন, “বিভিন্ন ব্যস্ততার মধ্যেও সাংবাদিকরা ক্রিকেট খেলছেন, এটা খুবই প্রশংসনীয়।”
বিসিবি পরিচালক মিঠু বলেন, “এই টুর্নামেন্ট সাংবাদিকদের ক্রিকেটের ভালোবাসার বহিঃপ্রকাশ।”
বিএসজেএর পক্ষ থেকে টুর্নামেন্টে অংশ নেওয়া সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রংপুর রাইডার্স, এইস ডেভেলপার্স, একমি, ইস্পাহানি ও নাবিল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।