নতুনভাবে সাজছে ফেসবুক!

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১, ২৩:০২

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ

গ্রাহকের পছন্দের কথা মাথায় রেখেই সম্প্রতি ফেসবুক পেজ রি-ডিজাইন করা হয়েছে এবং পাবলিক পেজের রি-ডিজাইনড ভার্সন থেকে সরিয়ে দেওয়া হয়েছে 'লাইক' বাটন। রি-ডিজাইনের পরে ফেসবুকে এবার থেকে শুধু মাত্র ফলোয়ারের নম্বর এবং ইউজারদের জন্য একটি ডেডিকেটেড নিউজ ফিডই দেখানো হবে, যাতে তারকারা তাঁদের ভক্ত বা ফলোয়ারদের সঙ্গে কথোপকথন করতে পারেন।

ফেসবুক রিডিজাইনড ভার্সনের বিষয়ে ফেসবুক এর তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'আমরা লাইক অপশন সরাচ্ছি এবং ফলোয়ারদের দিকে বেশি পরিমাণে নজর ঘোরাতে চাইছি, যাতে প্রিয় তারকা বা পছন্দের কোম্পানির ফেসবুক পেজের সঙ্গে খুব সহজেই জুড়ে থাকতে পারেন ইউজারেরা। কোনও পেজের ফলোয়ারেরা আসলে সেই পেজের হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন। আর সেই কারণেই নির্দিষ্ট কোনও পেজ থেকে ইউজারেরা বিভিন্ন আপডেট পেয়ে থাকেন, যার ফলে কোনও পাবলিক ফিগার তাঁর ফ্যানবেস সম্পর্কে একটা ইঙ্গিতও পেয়ে যান।'

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিষয়টি আরও আকর্ষণীয় করে তুলতে, ফেসবুক পেজে একটি ডেডিকেটেড নিউজ ফিড সেকশন নিয়ে আসছে মার্ক জাকারবার্কের কোম্পানি। ট্রেন্ড ফলো করা, পিয়ারের সঙ্গে বাক্যালাপ এবং ভক্তদের সঙ্গে আরও বেশি পরিমানে জুড়ে থাকার জন্যই এই নিউজ ফিড অপশন নিয়ে আসা হয়েছে।

এসবের মধ্যে সব থেকে বড় ব্যপার হল, গুরুত্বপূর্ণ কোনও কথোপকথনে ইউজারদের আরও বেশি পরিমাণে নজরে ঘোরাতে, কমেন্টস সেকশনের প্রথমেই রাখা হবে পাবলিক ফিগারের নির্দিষ্ট কোনও কমেন্ট। এছাড়াও ব্যবহারকারীরা এবার থেকে কমেন্টস এবং রেকমেন্ডেশন পেজ থেকে সরাসরি ফেসবুক পেজ ফলো করতে পারবেন।

এরইমধ্যে আবার সোশ্যাল মিডিয়া জায়ান্ট নতুন পেজ ম্যানেজমেন্ট ফিচার্সও যোগ করছে। নতুন এ ফিচার্সের সাহায্যে এখন থেকে খুব স্পষ্ট ভাবে নির্দিষ্ট কাজের উপর ভিত্তি করে অ্যাডমিন অ্যাক্সেস সংক্রান্ত অনুমতিগুলোর পরিচালনা করা যাবে।

এনএফ৭১/জেএস/২০২১



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top