মোদির বিজয় দিবসের পোস্টে একবারও নেই বাংলাদেশের নাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬

সংগৃহীত

১৬ ডিসেম্বর আমাদের জন্য মহান বিজয় দিবস। কিন্তু ভারত এই দিনটিকে পালন করে তাদের 'বিজয় দিবস' হিসেবে। বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ১৯৭১ সালের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করলেও, একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি।

মোদি তার পোস্টে লেখেন, 'বিজয় দিবসে আমরা সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল।'

অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনী তাদের পোস্টে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করেছে। তারা বলেছে, এটি ছিল এমন বিজয়, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে।

সেনাবাহিনীর পোস্টে আরও বলা হয়, এই যৌথ সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে চূড়ান্ত স্বাধীনতার দিকে নিয়ে যায়, দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুন করে অঙ্কন হয় এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়।

তবে প্রধানমন্ত্রী মোদির পোস্টে বাংলাদেশের নাম উল্লেখ না থাকা নিয়ে কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাংলাদেশের বিজয় দিবসের ঐতিহাসিক বাস্তবতাকে ভারত কীভাবে দেখছে, সেই প্রশ্নও উঠেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top