শরীয়তপুরে ইসলামী আন্দোলনের আয়োজনে বিজয় দিবস র্যালি ও সমাবেশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৯
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলা শহরে সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে একটি বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী এলাকায় এসে শেষ হয়। র্যালিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কেরামত আলী, শরীয়তপুর-১ আসনের মনোনীত সংসদ প্রার্থী মুফতি তোফায়েল আহমেদ কাসেমী সহ জেলা নেতৃবৃন্দ।
বক্তারা মহান বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে দেশপ্রেম, ঐক্য ও সামাজিক সদিচ্ছার বার্তা দেন। সমাবেশে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়।
মফিজুর রহমান রিপন,শরিয়তপুর প্রতিনিধি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।