বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহ, মেহেরপুরে তাপমাত্রা নেমেছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াসে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১২:৫১

সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহ, মেহেরপুরে তাপমাত্রা নেমেছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াসে

 

সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েকটি বিভাগের বিভিন্ন জেলায় বইছে তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে ৭–৮ ডিগ্রির নিচে, আর দিনের আলোও পাচ্ছে না সাধারণ মানুষ। কারণ, ধূসর রঙা ঘন কুয়াশার চাদর যেনো শীতের প্রতিদিনের দৃশ্য।

আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় মেহেরপুরে রেকর্ড করা হয়েছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ, যা শীতকে আরও তীব্র করছে। নওগাঁয় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে।

রাজধানী ঢাকায় ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়া কিছুটা উষ্ণ হলেও শীতের অনুভূতি এখনও বজায় আছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ১০টি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। এই জেলাগুলো হলো: রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া।

শীতের তীব্রতা আগামী কয়েক দিনও বজায় থাকতে পারে, তাই নাগরিকদের সুরক্ষা ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top