বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

যুদ্ধক্ষেত্রে মানসিক বিপর্যয়: ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:১১

সংগৃহীত

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরে বাড়ছে এক অদৃশ্য আতঙ্ক। গত মঙ্গলবার উত্তর ইসরায়েলের এক সামরিক ঘাঁটিতে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন আরও এক সেনাসদস্য।

ইসরায়েলি সংবাদমাধ্যম 'হারেৎজ' ও 'মিডল ইস্ট মনিটর' জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৬১ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সর্বশেষ নিহত সেনা সদস্য একজন 'ট্র্যাকার' হিসেবে কর্মরত ছিলেন।

পরিসংখ্যানটি আরও ভয়াবহ। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫-এর জুলাই পর্যন্ত অন্তত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। অর্থাৎ, প্রতি সাতজন চেষ্টার বিপরীতে একজন সেনা মারা যাচ্ছেন।

দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং প্রচণ্ড মানসিক চাপের কারণেই সেনাদের মধ্যে এই প্রবণতা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সামরিক কর্তৃপক্ষ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top