রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, দুলেছে তাইপের ভবন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ২২:২২

সংগৃহীত

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইলান শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩ কিলোমিটার গভীরে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ভূমিকম্পের তীব্রতা রাজধানী তাইপেসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। বিশেষ করে তাইপেতে কম্পনের ফলে বহুতল ভবনগুলো দীর্ঘক্ষণ ধরে দুলতে থাকে, যা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top