ভারতের মহাকাশ মিশনে বড় হোঁচট, পিএসএলভি-সি৬২-র তৃতীয় ধাপে সমস্যা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৬
ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) মিশন সি-৬২ সম্প্রতি অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়েছে। সোমবার (১২ জানুয়ারি) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হওয়া রকেটটির তৃতীয় ধাপে একটি বিচ্যুতি লক্ষ্য করা গেছে।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-এর চেয়ারম্যান ড. ভি নারায়ণন জানিয়েছেন, “আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করছি। যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে।” তবে তিনি মিশনটি সফল নাকি ব্যর্থ, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।
উৎক্ষেপণের সময় প্রথম কয়েক মিনিটে সবকিছু স্বাভাবিক ছিল। চার ধাপবিশিষ্ট পিএসএলভির প্রথম ও দ্বিতীয় ধাপ সঠিকভাবে কাজ করলেও তৃতীয় ধাপে রকেটের গতিপথে বিচ্যুতি দেখা দিয়েছে। সাধারণত পিএসএলভির তৃতীয় ধাপে কোনো সমস্যা হলে মিশন প্রায় সম্পূর্ণ ব্যর্থ হয়।
পিএসএলভি-সি৬২ কে ইসরো ‘কামব্যাক’ মিশন হিসেবে দেখছিল। ২০২৫ সালে পিএসএলভির একমাত্র রকেট উৎক্ষেপণও ব্যর্থ হয়েছিল, সেটিও তৃতীয় ধাপে।
এই মিশনে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিল। এর মধ্যে ইওএস-এন১ এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-এর উন্নত গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’ও ছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।