মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ২২:৩১

সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৯ জানুয়ারি) সংঘটিত এই ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়েছে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পন দীর্ঘ সময় অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, কম্পনের তীব্রতায় পাহাড়ি এলাকায় একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। এতে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ও একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায়।

গিলগিট-বালতিস্তান প্রদেশের আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানান, ভূমিকম্পে বিভিন্ন এলাকায় মাটির তৈরি বহু ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনিক সূত্র জানায়, সড়ক দিয়ে চলাচলের সময় ওপর থেকে পড়ে আসা একটি পাথরের আঘাতে একজনের মৃত্যু হয়।

ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সড়ক পরিষ্কার ও যান চলাচল স্বাভাবিক করতে সরকারি বিভিন্ন সংস্থা ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

পাহাড়ি ও দুর্গম এলাকার কারণে অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে কাজ করছে।

উল্লেখ্য, ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। তবে এবারের কম্পনটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গতদের জন্য জরুরি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top