সরকারি কর্মকর্তাদের দুর্ব্যবহার দুর্নীতির শামিল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৬
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রুলস অব বিজনেসে সরকারি কর্মকর্তাদের সাধারণ নাগরিকের সঙ্গে রেগে কথা বলা, তিরস্কার বা দুর্ব্যবহার দুর্নীতির শামিল। এছাড়া সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম ডাকারও নিয়ম নেই।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মিট দ্য প্রেসে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, 'জনগণের সঙ্গে সরকারি কর্মকর্তাদের কোনো ভেদাভেদ থাকবে না। আমি সব সময় বলি, হাসিমুখে আপনার অ্যাটিচ্যুডটা ইম্পরট্যান্ট। কারণ সেবা নিতে গেলে ওয়েলকামিং অ্যাটিচ্যুড না থাকলে, আপনি রেগে আছেন, তিরস্কার করছেন, এগুলো দুর্নীতি। আমি বারবার বলেছি, দুর্ব্যবহার দুর্নীতির শামিল। এটা করা যাবে না কোনোভাবেই।'
তিনি বলেন, 'জাতির পিতার নির্দেশনা ছিল, যারা সেবা নিতে আসেন তাদের দিকে তাকাও, তারা তোমার বাবার মতো, ভাইয়ের মতো, আত্মীয়ের মতো। সেবা নিতে আসে জনগণ। তাদের টাকায় তোমাদের বেতন হয়।'
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ এ সংলাপের আয়োজন করে। প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া, সংগঠনের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুদুল হক এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এনএফ৭১/২০২১
বিষয়: সরকারি কর্মকর্তা দুর্ব্যবহার দুর্নীতির শামিল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রুলস অব বিজনেস বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।