পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কাতার প্রবাসীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ২৩:৪১
ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করছে দেশে এসে আটকে পড়া কাতার প্রবাসীরা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে মন্ত্রণালয়ের সামনে জড়ো হতে থাকেন প্রবাসীরা।
বিক্ষোভ সমাবেশে প্রবাসীরা জানান, করোনার কারণে প্রায় ১২ হাজার কাতার প্রবাসী দেশে আটকা পড়েছে। গত ১২ মাস ধরে আমরা দেশে মানবেতর জীবন-যাপন করছি। এর মধ্যে ৯৫ শতাংশ কর্মীর ইকামার মেয়াদ শেষ। গত চার মাস ধরে আমরা রি এন্ট্রি পারমিটের আবেদন করছি। আমাদের আবেদন নেওয়া হচ্ছে না। যার ফলে চাকরি অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় আমরা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের কাতার পাঠানোর ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
প্রবাসীরা আরও বলেন, করোনার আগে কাতার থেকে যারা বাংলাদেশে আসছিল লকডাউনের কারণে তাদের প্রেসিডেন্টস বাতিল হয়ে যায়। কাতারের সিস্টেম হচ্ছে ওই দেশে প্রবেশ করার পর ওয়ার্ক পারমিট নবায়ন করতে হবে। অন্যথায় নবায়ন করা যাবে না।
কাতার প্রবাসী ইলিয়াস বলেন, আমাদের দাবি একটাই আটকে পড়াদের যেভাবে সৌদি পাঠানো হয়েছে, সেভাবেই আমাদের পাঠাতে হবে।
এনএফ৭১/আরআর/২০২০
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।