বিএনপি চূড়ান্ত প্রার্থী তালিকা আজ ঘোষণা, তৃতীয় দফার সময় পরিবর্তন- সন্ধ্যা ৬টায় বৈঠক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৭:২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ তাদের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে। দলটির তৃতীয় দফার প্রার্থী নির্বাচন বৈঠকটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
বিএনপির কেন্দ্রীয় সভাপতি ও নির্বাচন বিষয়ক সমন্বয়ক সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বিভিন্ন আসনের প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট নীতিমালা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।
এতে উপস্থিত থাকবেন দলের সিনিয়র নেতা ও প্রার্থী কমিটি সদস্যরা। সূত্রের খবর, প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর দলের অভ্যন্তরীণ সমন্বয় ও প্রার্থীর মান-যোগ্যতা যাচাই করা হয়েছে।
বিএনপির এই চূড়ান্ত তালিকা আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।