মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

রাজধানীতে গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৪:৪৬

ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ বকশিবাগ এলাকার একটি বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুরভী আক্তার মাহফুজা (২১)। ঘটনার পর থেকে তার স্বামী আশিক মোল্লা পলাতক রয়েছেন।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন তালুকদার জানান, সোমবার রাত ৯টার দিকে মালিবাগ বকশিবাগের ৪৩৯/এ নম্বর বাড়ির নিচতলা থেকে প্লাস্টিকের বস্তায় বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লাশের থুতনি, গলা, বুক ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাতের কনিষ্ঠ আঙুলে কাটা দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামী আশিক মোল্লা স্ত্রীকে হত্যা করে থাকতে পারেন।

নিহতের বড় ভাই হৃদয় খান জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। সুরভীর স্বামী আশিক ঢাকার কেরানীগঞ্জে একটি টেইলার্সে কাজ করতেন, সেখানে সুরভীও কাজ করতেন। তাদের ৪ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

হৃদয় খান বলেন, “দুই বছর আগে আশিক সুরভীকে প্রচণ্ড মারধর করেছিল। তখন সে সংসার না করার সিদ্ধান্ত নিলেও পরে আবার ফিরে আসে। এরপর থেকে আমাদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না।”

তিনি আরও জানান, চলতি মাসের ১ তারিখে আশিক মালিবাগের ওই বাসায় নতুন করে ভাড়া ওঠেন এবং সেদিনই তাদের ছেলে সন্তানকে দাদা-দাদির কাছে পাঠিয়ে দেন। পরিবারের ধারণা, পরিকল্পিতভাবেই তিনি স্ত্রীকে বালিশ চাপা দিয়ে বা বিষ প্রয়োগে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় লাশ রেখে পালিয়ে গেছেন।

নিহতের পরিবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top