বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৪

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি জানান, মনোনয়ন আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষদের জন্য ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। এরপর ১৫ নভেম্বর প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন,

“আজ থেকে আমরা মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেছি। প্রার্থীরা তিনটি মাধ্যমে ফরম সংগ্রহ করতে পারবেন—কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি, অনলাইনে পূরণ ও জমা দেওয়ার মাধ্যমে, অথবা দলের দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।”

তিনি আরও জানান, নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন করতে এনসিপি অঙ্গীকারবদ্ধ।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম বিক্রির পাশাপাশি প্রার্থীদের যোগ্যতা যাচাই ও নির্বাচনী আচরণবিধি অনুসরণে তদারকির জন্য একটি বিশেষ মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top