রাজশাহী সীমান্তে চার জেলেকে বিএসএফের নির্যাতন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৭:১৪
রাজশাহী থেকে:
রাজশাহীর পবা সীমান্তে চার জেলেকে মাছ ধরার সময় নৌকাসহ ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। নির্যাতনের পর জেলেদের নৌকাসহ মাছ ধরার উপকরণ রেখে দিয়ে ছেড়ে দেয়া হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতিত চার জেলে হলেন- রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামের মো. আলম, আনোয়ার, সিফাত এবং কসবা গ্রামের সোনারুল।
স্থানীয়রা জানায়, মাছ ধরার সময় ভোরে পদ্মা নদী থেকে এই চার জেলেকে তিনটি নৌকাসহ ধরে নিয়ে যায় বিএসএফ। তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয় তাদের ওপর।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) যে কোনো সময় এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হবে।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।