রামেকে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪ জনের
রাজশাহী থেকে | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ০৩:৫০
টানা চার দিন ছিল মৃত্যুশূন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট। তবে ২৪ ঘণ্টা গড়াতে না গড়াতেই করোনা ইউনিটে মারা গেছেন চার জন। বুধবার (৫ জানুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে রোগী রয়েছে ২৪ জন। এর মধ্যে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১৬ জন ও করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৮ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।
এদিকে, রামেক মেডিকেল কলেজের আরটিপিসিআর মেশিনে ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। রামেকের করোনা রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণের হার ৭ দশমিক ৪৫ শতাংশ।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: রাজশাহী রামেক করোনাভাইরাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।