রামেকে করোনার উপসর্গে ২ জনের মৃত্যু

রাজশাহী থেকে | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০০:৫০

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন। বুধবার (২২ ডিসেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী ও নাটোরের একজন করে রোগীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে বন্ধ রয়েছে করোনার নমুনা পরীক্ষা। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব। সর্বশেষ মঙ্গলবার (২১ ডিসেম্বর) এই ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষায় আটজনের করোনা ধরা পড়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top