শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পাবনায় ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১৯:৫৪

পাবনা থেকে:

পাবনার আটঘরিয়ায় জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ফারিয়া তাবাসসুম রুম্পা (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর রাতে পাবনার আটঘরিয়া পৌরসভায় বড় ভাই অসীমুর রহমানের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন। ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারার রহিমপুর গ্রামের ফরিদ উদ্দিন মণ্ডলের মেয়ে। অসীম পাবনার দেবোত্তর শাখার সোনালি ব্যাংকে চাকরি করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির জানান, ফারিয়া তাবাসসুম ছোটবেলা থেকে একটি ছেলেকে পছন্দ করতেন। পরিবার থেকে তার সঙ্গে যোগযোগ কম রেখে ঠিকমতো লেখাপড়া করতে বলা হচ্ছিল মেয়েটিকে। এতে অভিমান করে বড় ভাইয়ের ভাড়া বাসায় গিয়ে গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top