রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে জেলহত্যা দিবস পালিত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ১৭:৩১

চাঁপাইনবাবগঞ্জ থেকে:

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার(৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শোকর‍্যালী অনুষ্ঠিত হয়।

জেলা আ’লীগের আয়োজনে শোক র‍্যালীটি দলীয় কার্যালয় হতে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিস মোড়স্থ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আব্দুল ওদুদ।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, সহ-সভাপতি মোখলেসুর রহমান, জেলা যুব মহিলালীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top