নাটোরে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৮:১৩

নাটোর থেকে:

করোনা মহামারিতে রুক্ষতে নাটোর জেলা পুলিশ জোরালো ভূমিকা গ্রহণ করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে ৩ টি চেকপোস্টের মাধ্যমে নাটোর জেলাতে প্রবেশকারী সকলের মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

কর্মসূচিটি উদ্বোধনকালে নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা সংবাদিকদের জানান, দেশে করোনার ২য় ঢেউ রুখতে তারা আগেই প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, মহামারি থেকে জনগণকে সুরক্ষিত রাখতে নাটোর জেলার ভেতরে একজন কেও মাস্ক বিহীন প্রবেশ করতে দেওয়া হবেনা।

এসময় নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিলি করা হয়।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top