বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১৭:১৮
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন যাত্রী। রোববার (২২ নভেম্বর) দুপুর একটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ধনকুন্ডিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই প্রামাণিক (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুড়িয়া গ্রামের শাহসুলতান (৯)।
জানা যায়, পাঁচজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি চান্দাকোনার দিকে যাচ্ছিল। ধনকুন্ডি নামক স্থানে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।