বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ১২:৫১
চাঁপাইনবাবগঞ্জ থেকে:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিক সিদ্ধান্তে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় শনিবার রাত ১০ টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।
শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল টি শহরের গুরুত্বপূর্ণ মোড় ঘুরে পথ সভা শেষে ক্লাবসুপার মার্কেট চত্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় বক্তারা, স্বাধীনতা বিরোধী ঘাতক পাকিস্তানী দালাল উগ্র জঙ্গিবাদ মৌলবাদ গোষ্ঠী রাতের আঁধারে কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর কারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর কবির ইউসুফ, হিমেল, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিজন, ছাত্রলীগ নেতা কল্লোল, রবি, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সদস্য জিলহাজ্ব বিশ্বাসসহ অন্য নেতৃবৃন্দ।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।