চাঁপাইনবাবগঞ্জে ৪ জুয়াড়ি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ১৩:০৬

চাঁপাইনবাবগঞ্জ থেকে:

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ঢাকা বাসস্ট্যান্ডের পাশে এলএসডি গোডাউন সংলগ্ন বন্ধন বহুমুখী সমবায় সমিতির ঘরে জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) রাত ১২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মৃত এরফান আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫), হরিপুর বোর্ডঘর এলাকার মৃত রবিউল আওয়ালের ছেলে গোলাম মাসুম (৫০), মৃত ইব্রাহিম খলিলের ছেলে ওকিমুদ্দিন (৪৩) ও মৃত আনোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম (৫১)।

প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যে ঢাকা মহানন্দা বাসস্ট্যান্ড ও এর আশপাশের কিছু প্রতিষ্ঠান, বাড়িতে জুয়া খেলা হয় বলে খবর আসে। এরই প্রেক্ষিতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একদল সদস্য রাত পোনে ১২ টার দিকে ঐ এলাকায় অভিযান চালায়।

অভিযানের টের পেয়ে অনেক জুয়াড়ি আগেই পালিয়ে যায়। পরে বহুমুখী সমবায় সমিতির ঘরে জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় জুয়া খেলার নগদ ২২ হাজার টাকা, ১টি জুয়া খেলার হিসাব রাখার জন্য ব্যবহৃত খাতা, ১ সেট পুরাতন প্লেয়িং কার্ড জব্দ করা হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top