পাবনায় উন্মুক্ত স্থানে বিক্রি হচ্ছে কয়লা, ঝুঁকিতে পরিবেশ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১৮:৫৫

পাবনা থেকে:

পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি নৌবন্দরে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিয়ে শতশত শ্রমিক কার্গো জাহাজ থেকে কয়লা লোড আনলোডের কাজ করছেন।

অন্যদিকে নগরবাড়ি নৌবন্দর এলাকায় উন্মুক্ত স্থানে স্তপ করে কয়লা রাখায় বিপর্যয়ের মধ্যে পড়েছে পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বসবাস করছে স্থানীয় বাসিন্দা।

কয়লা ব্যবসায়ীরা উন্মুক্ত ভাবে কয়লা সংরক্ষণ, বিক্রয় এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জাহাজ থেকে মাথায় করে শ্রমিকেরা কয়লা লোড আনলোডের কাজ করলেও উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নীরবতায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিউজফ্ল্যাশ৭১

নগববাড়ী নৌবন্দর এলাকা ঘুরে ও বিভিন্ন সূত্রে জানা যায়, সোহেল ট্রেডার্স, আমান ট্রেডার্স, নওয়াপাড়া ট্রেডার্সসহ সাতটি ব্যবসায়ী প্রতিষ্ঠান কার্গো জাহাজ যোগে ইন্দোনেশিয়া থেকে নগরবাড়ি নৌবন্দরে কয়লা আমদানি করছে। নগরবাড়ি ঘাটে কার্গো জাহাজ থেকে শত শত শ্রমিক মাথায় করে কয়লা নামিয়ে উন্মুক্ত স্থানে স্তূপ করছে।

আবার সেখান থেকে প্রতি টন কয়লার ৬ হাজার টাকা ধরে ট্রাক যোগে উত্তরাঞ্চলের বিভিন্ন ইট ভাটাতে ইট পোড়াতে এই কয়লা চলে যাচ্ছে। জাহাজ থেকে আনলোড কিংবা ট্রাকে লোড করার সময় কোন প্রকার কোন স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়না শ্রমিকদের ফলে কয়লার গুড়ো শ্বাসপ্রশ্বাসে মাধ্যমে ঢুকে পড়ছে ফুসফুসে। এতে ক্যান্সারসহ যক্ষ্মা রোগের ঝুঁকিতে রয়েছে এ কাজে নিয়োজিত শ্রমিকেরা।

নিউজফ্ল্যাশ৭১

বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা মশকর আলী জানান, কয়লার স্তর পড়ে জমিতে ফসল কম গেছে। মাটি ঠিকমত প্রাকৃতিক খাদ্য ও বাতাস থেকে প্রয়োজনীয় উপাদান গ্রহণ করতে পারছে না। তিনি আরো বলেন, জাহাজ থেকে কয়লা আনলোড হবার পর নিদিষ্টস্থানে আবদ্ধ করে রেখে বিক্রি করলে সবার জন্যই উপকার। পরিবেশ অধিদপ্তরের সনদ নিয়ে নিয়ম অনুয়ায়ী সংরক্ষিত এলাকায় এ ব্যবসা করা দরকার বলে তিনি মন্তব্য করেন।

নিউজফ্ল্যাশ৭১

পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, কয়লা আমদানি, রপ্তানি ও বিপনন এবং সংরক্ষণের জন্য যথাযথ নিয়ম মেনে করতে হবে। নগরবাড়ি নৌবন্দর পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী বলেন, কয়লা ব্যবসায়ীরা উন্মুক্ত ভাবে কয়লা বিক্রি না করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা যদি এই প্রতিশ্রুতি না মানেন তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top