পাবনার সুজানগরে কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১৯:০৮
পাবনা থেকে:
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর বারোয়ারী কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার নটো জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতের কোনও এক সময় দূর্বৃত্তরা আহম্মদপুর গ্রামের বারোয়ারী কালি মন্দিরের গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে কালি প্রতিমা ভাঙচুর করে।
শুক্রবার সকালে স্থানীয়রা প্রতিমা ভাঙ্গা দেখতে পেয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দকে খবর দেয়। নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়ে আমিনপুর থানা পুলিশকে খবর দেয়।
সুবোধ কুমার নটো আরও জানান, শুক্রবার সকালে আহম্মদপুর বারোয়ারী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সুত্রধর বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে আমিনপুর থানায় লিখিত অভিযোগ দেন।
ঘটনার পর পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল ঘোষসহ জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।