ওয়েব্রিজ চালুর ১ মাসেই অচল

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১৫:৩৬

চাঁপাইনবাবগঞ্জ থেকে:

চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-কানসাট-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি নামক স্থানে সড়ক ও জনপথ বিভাগের স্থাপন করা পোর্টেবল ওয়েব্রিজ চালু হওয়ার মাত্র ১ মাস পরেই অচল হয়ে যায়। ২০১৪ সালের ২৮ আগস্ট সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পোর্টেবল ওয়েব্রিজটি উদ্বোধন করেছিলেন।

সূত্র জানায়, প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা পোর্টেবল ওয়েব্রিজটি উদ্বোধনের ১ মাসের মধ্যেই অচল হয়ে পড়ে। সে সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ওই পোর্টেবল ওয়েব্রিজটি কর্তৃপক্ষ ঢাকায় নিয়ে যান। কিন্তু সেটি ৭ বছরেও ফিরে আসেনি সোনামসজিদের কয়লাবাড়িতে। যে উদ্দেশ্যে পোর্টেবল ওয়েব্রিজ স্থাপন করা হয়েছিল সে উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, সোনামসজিদ স্থলবন্দর থেকে যেসব পণ্যবাহী ট্রাক দেশের অভ্যন্তরে ওই মহাসড়ক দিয়ে যাতায়াত করে থাকে সেই ট্রাকগুলোতে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ পণ্য পরিবহন করায় রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ৬ চাকার ট্রাকগুলোতে ১৫ টন এবং ১০ চাকার গাড়িগুলোতে সাড়ে ২২ টন পণ্য পরিবহন করার জন্য ওই সড়কের বিভিন্ন স্থানে রোডসাইন দিয়ে বলা হলেও ট্রাক চালকরা ৫৫/৬০ টন পর্যন্ত পণ্য পরিবহন করে থাকে।

ফলে সড়কের বিভিন্ন স্থানে রাস্তায় ফাটল, বিভিন্ন স্থানে খাদের সৃষ্টি হচ্ছে। তিনি জানান, এসব ৫৫/৬০ টন পণ্য পরিবহনকারী ট্রাকগুলো শুধু উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পরিবহন করছে। এ অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুও হুমকির মুখে। তাছাড়া ছোট ছোট কালভার্টগুলো প্রায় নষ্ট হয়ে পড়ছে অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে।

এদিকে সোনামসজিদের কয়লাবাড়িতে যে পোর্টেবল ওয়েব্রিজ স্থাপন করা হয়েছিল তার ধারণক্ষমতা ৪০ টন পর্যন্ত। তবে পোর্টেবল ওয়েব্রিজের ওপর দিয়ে ৫০/৫৫ টনের গাড়ি ওজন করার কারণেই ওই পোর্টেবল ওয়েব্রিজটি নষ্ট হয়ে যায় বলে সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা জানান।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top