রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

বাউলদের উপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৮

পাবনা থেকে:

পাবনার চাটমোহরে বাউল সাধক ফকির লালন সাঁই’র ভাব সঙ্গীত চলাকালে বাউলদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লালন ভক্ত ও কুলনাশা বাউল সঙ্ঘের আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, সঙ্গীত চলাকালে অতর্কিত সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চাটমোহর উপজেলা লালন একাডেমীতে সাধকগুরু ফকির লালন সাঁই’র ভাবসঙ্গীত চলাকালে স্থানীয় একদল সন্ত্রাসী বাউলদের উপর হামলা চালায়।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top