নওগাঁয় ১০ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৫
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর আত্রাইয়ে ১০ মিনিটের ঘূর্ণিঝড়ে দুটি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। আহত হয়েছে তিন জন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ গ্রাম ও পাশের বিশা ইউনিয়নের ইসলামগাতী গ্রামের উপর দিয়ে আকস্মিক এ ঘূর্ণিঝড় বয়ে যায়।
জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ উত্তর দিকে থেকে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় এসে দক্ষিণে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ গ্রাম ও পার্শ্ববতী ইসলামগাতী গ্রামের উপর দিয়ে চলে যায়। প্রায় ১০ মিনিটের এ ঘূর্ণিঝড়ে দু গ্রামের প্রায় শতাধিক কাঁচাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। অনেকের ঘরের টিনের চাল উড়ে যায় ও ইটের ঘরের প্রাচীর ভেঙে যায়। এছাড়াও বিদ্যুতের কয়েকটি খুঁটি উপড়ে যাওয়ায় ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছগুলো অপসারণ করে যোগাযোগ স্বাভাবিক করে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সানাউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ ও চাল দেয়া হচ্ছে। হতাহতের ঘটনা ঘটেনি।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।