সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

পাবনায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন এর কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ অক্টোবর ২০২০, ১৪:১৬

পাবনা প্রতিনিধি

পাবনার সিভিল সার্জন অফিসের হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল জানান, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পাবনাতে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

করোনার কারণে ১৪ দিন ব্যাপী এটি পালিত হবে যাতে সকলে নিরাপদে ঝুঁকি মুক্ত থেকে শিশুদের এই ভিটামিন টিকা খাওয়াতে পারে।

জেলায় মোট ১ হাজার ৯শ’ ২৫ টি কেন্দ্রের মাধ্যমে ৩ লাখ ৮৭ হাজার ২৬৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একাজে স্বেচ্ছাসেবক থাকবেন ৩ হাজার ৮শ’ ৫০ জন। মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রথম সারির তদারককারী মিলিয়ে মোট ৪ হাজার ৮শ’ ৩ জন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে মাঠে থাকবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top