রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

৭ মাস পর ওমরাহ পালনের সুযোগ পেলেন বিদেশিরা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ নভেম্বর ২০২০, ১৪:৪৭

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন বন্ধে ঘোষণা করে সৌদি আরব। এরপর দীর্ঘ সাত মাস পর প্রথমবারের মতো বিদেশিদের কাবায় প্রবেশের সুযোগ দিয়েছে সৌদি সরকার।

রোববার দশ হাজারের মতো বিদেশি মুসলিম ওমরাহ পালন করেছেন। সৌদি আরব পৌঁছানোর পর ওমরা পালনকারীদের ‘সেল্ফ আইসোলেশন’ বা অন্যদের থেকে একদম বিচ্ছিন্ন থাকতে হয়েছে তিনদিন। এরপরই কাবায় প্রবেশের অনুমতি মিলেছে তাদের।

সৌদিতে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচ হাজারের মত। শনাক্ত ব্যক্তিদের প্রায় সবাই সুস্থ্য হয়ে উঠেছেন। তাই এখন ধাপে ধাপে বিধিনিষেধ প্রত্যাহার করছে সোদি।

এবছর মোট ১০ হাজার মুসলিমকে হজ পালন করার সুযোগ দেয়া হয়েছে। যেখানে সাধারণত প্রতি বছর গড়ে ২৫ লাখের মতো মুসলিম হজ পালনের সুযোগ পান।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top