সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা আজ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১২:৪২
নিজস্ব প্রতিবেদক:
করোনার কারনে বিঘ্ন ঘটছে আমাদের সাধারণ জীবনযাপন। তারপরও বেঁচে থাকার লড়াই চলছে। বাদ যাচ্ছে না কোন কিছুই।
আর এই করোনার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী শ্যামাপূজা। শনিবার (১৪ নভেম্বর) শুরু হবে এ পূজা, সন্ধ্যা আলোকিত হবে দীপাবলিতে। এ পূজা সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে।
হিন্দু শাস্ত্র মতে, কালীদেবী মা দুর্গারই একটি শক্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়।
এ দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় মা-বাবা ও আত্মীয়-স্বজনকে স্মরণ করে। এটিকে বলা হয় দীপাবলি।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।