দান-সদকায় গুনাহ মাফ হয়
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩, ০৫:০৭
সৃষ্টির সেরা জীব হলেও মানুষ প্রতিনিয়তই গুনাহ করছে। আর মানুষের এই প্রতিনিয়ত গুনাহ থেকে মাফ পাওয়ার অন্যতম উপায় হচ্ছে দান-সদকা। মানুষকে দান করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। সদকার মাধ্যমে রিজিক বাড়ে। দান করলে বিপদ ও রোগ থেকে মুক্তি ঘটে। বেশি সওয়াব পাওয়ার উপায় বেশি দান করা। দানের সওয়াব বিফলে যায় না।
আরও পড়ুন: হজের খরচ কমল ৩০ শতাংশ
বেশি সওয়াবের জন্য বেশি বেশি দান করা উচিত। কেননা অন্য ইবাদতে এত বেশি সওয়াব নেই। পবিত্র কোরআনে আল্লা জাল্লাশানুহু বলেন, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তিনি তোমাদের যে সম্পদের প্রতিনিধি বানিয়েছেন তা থেকে ব্যয় করো।’ (সূরা হাদিদ)
সুরা বাকারার ২৭৪ নম্বর আয়াতে আবার বলা হয়েছে, ‘যেসব লোক রাতে বা দিনে গোপনে বা প্রকাশ্যে তাদের ধনসম্পদ দান করে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাই তাদের কোনো ভয় নেই ও তারা কোনো দুঃখও পাবে না।’
দান–সদকার জন্য কিছু অনুসরণীয় বিষয়:
• অপরের সঙ্গে হাসিমুখে কথা বলুন
• রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করুন
• সন্তানদের দান করার শিক্ষা দিন, যাতে তারা ছোট থেকেই দান-সদকার গুরুত্ব বুঝতে পারে
• পাখিদের জন্য বাসার বারান্দায় একটি বাটিতে পানি রেখে দিন, এটিও একধরনের সদকা
• তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষদের কম্বল ও চাদর দিন
• অন্যদের সদকা করতে উৎসাহিত করুন
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।